বড়দের বিছানায় প্রস্রাব | Adult bed|wetting - Homeopathy Insights বড়দের বিছানায় প্রস্রাব | Adult bed|wetting - Homeopathy Insights

সর্বশেষ

বড়দের বিছানায় প্রস্রাব | Adult bed|wetting

বিশেষত বিছানায় প্রসাব কারার মূল কারণ ইউরিন ইনফেকশন, ডায়াবেটিস, ইনসিপিডাস মেলিটাস, ক্রনিক রেনাল ফেইলিওর, কিডনি রোগ প্রভৃতি ।
 
স্লিপ অ্যাপনিয়া অর্থাৎ ঘুমের সময় যদি বিভিন্ন কারণে  শ্বাস নালী বাধাগ্রস্ত হলে বা নাক ডাকার ঘুম কম হওয়ার সমস্যা থাকলে অনেক সময় বিছানায় প্রস্রাব করতে পারে।



ক্রিয়োজোট (Kreosotum)

দুর্বল বৃদ্ধ রোগীকালো চেহেরা, লম্বা দেহ শরীরে আগুনে পোড়ার মত জ্বালা, বিছানায় প্রস্রাবের সময় স্বপনে দেখে যে উপযোগী স্থানেই প্রস্রাব করছে তাহলে ক্রিয়োজোট দৈনিক তিনবার সেবন করতে হবে।

বেলেডোনা (Belladona)

রোগী রসিক ও অসুখ হলেই ভয়ানক কাতর হয়। সকল প্রকার বেদনা হঠাৎ আসে, চোখ লালবর্ণমাথা ভারী হয়, ঠান্ডা বাতাসে অসুখ করে। মধ্য রাতে বিছানায় প্রস্রাব করলে  বেলেডোনা ৩০ শক্তি দৈনিক তিনবার সেবন করতে হবে।
 

সিপিয়া (Sepia)

সিপিয়া এন্টিসোরিক ঔষধ। রোগীনীর শরীর অবসন্ন হয়, যো|নির উপরিভাগে ফুস্কুড়ি,  অনেক ঘাম হয়, পেট সবসময় খালি খালি বোধ, সংসারে মনোযোগ থাকেনা, প্রস্রাবে দুর্গন্ধ এবং ঘুমের প্রথম দিকেই বিছানায় প্রস্রাব করে তাহলে সিপিয়া ৩০ শক্তি দৈনিক তিনবার সেবন করতে হবে।