কাশি | Cough - Homeopathy Insights কাশি | Cough - Homeopathy Insights

সর্বশেষ

কাশি | Cough


হোমিওপ্যাথি চিকিৎসা হল রোগের লক্ষণ এবং প্রতিক্রিয়ার উপর ভিত্তি করে নির্দিষ্ট ঔষধ নির্বাচন করে সেটি রোগীর জন্য নির্দিষ্ট মাত্রায় উপস্থাপন করা। কাশি বা গলাব্যথা হল একটি সাধারণ রোগ যা সাধারণত ঠান্ডা বা আঘাত সম্পর্কিত অনেক কারণে হতে পারে।
best homeopathy medicine for cough


ব্যারাইটা কার্ব(Baryta carb)

যে সকল ব্যক্তির স্মরণশক্তি ক্ষীণ, বেটে , টনসিল ফোলে ও কাশির কথা ভাবলেই কাশি হয় তাদের জন্য এটি উপযোগী। কাশি এবং নাক দিয়ে পানি জড়লে ব্যারাইটা কার্ব 6 শক্তি  দৈনিক দুইবার সেবন করতে হবে।কাশির সাথে শ্বাসকষ্ট এবং গলাব্যথা থাকলে ব্যারাইটা কার্ব 30 শক্তি দৈনিক দুইবার সেবন করতে হবে। কাশি এবং ঠাণ্ডা আছে এমন সমস্যা থাকলে ব্যারাইটা কার্ব 200 শক্তি  সেবন করতে হবে।

কষ্টিকাম (Causticum)

কাশির সাথে বুকে বেদনা, কাশিতে কাশিতে রোগী প্রস্রাব করে ফেলে ও এক ঢোক ঠান্ডা পানি পানে উপশম হয় তাদের জন্য এটি উপযোগী। কাশির সাথে শ্বাসকষ্ট এবং গলাব্যথা থাকলে ব্যারাইটা কার্ব 30 শক্তি দৈনিক দুইবার গ্রহন করতে হবে।

ক্রিয়োজোট (Kreosotum)

 বৃদ্ব রোগীর দুর্বলতাকর কাশি,  কালো চেহেরা, লম্বা দেহ ও শরীরে আগুনে পোড়ার মত জ্বালা হলে ক্রিয়োজোট দৈনিক তিনবার সেবন করতে হবে।