শিশু কিশোরদের বিছানায় প্রস্রাব | Children and Adolescents Bed|wetting - Homeopathy Insights শিশু কিশোরদের বিছানায় প্রস্রাব | Children and Adolescents Bed|wetting - Homeopathy Insights

সর্বশেষ

শিশু কিশোরদের বিছানায় প্রস্রাব | Children and Adolescents Bed|wetting

শিশু কিশোরদের বিছানায় প্রস্রাব নিরাময়ে হোমিওপ্যাথি

শিশুদের বিছানায় প্রসাব কারার মূল কারণ ইউরিন ইনফেকশন, ঘুমের মধ্যে শিশুর মলদ্বার চুলকানি, পেটে কৃমি রোগ প্রভৃতি ।

ফেরাম মেটালিকাম (Ferrum Metalicum)

রোগী সামান্য শব্দে অস্থির হয়, মল কঠিন, কোমরে ব্যথা থাকে, প্রায় প্রতি রাতেই বহুবার বিছানায় প্রস্রাব করে তাহলে ফেরাম মেটালিকাম ৩০ শক্তি দৈনিক তিনবার সেবন করতে হবে।

কষ্টিকাম ( Causticum )

রোগী অনেক দেরীতে চলতে শিখে, অতি সামান্য কিছুতেই কান্না করে, অত্যন্ত দুর্বল, ঘুমের প্রথম দিকেই বিছানায় প্রস্রাব করে তাহলে কষ্টিকাম  ৩০ শক্তি দৈনিক দু’বার সেবন করতে হবে।