অনিয়মিত মাসিক | Irregular Period - Homeopathy Insights অনিয়মিত মাসিক | Irregular Period - Homeopathy Insights

সর্বশেষ

অনিয়মিত মাসিক | Irregular Period

অনিয়মিত মাসিক সমস্যায় হোমিও চিকিৎসা

একজন মেয়ের সময়মতো পিরিয়ড হওয়াটাই স্বাভাবিক। অনিয়মিত মাসিক হলে মাসিক ২ থেকে ৩ মাস বা তার বেশি সময় পর পর হয়ে থাকে। প্রতি মাসে নিয়মিত ঋতুচক্র হয় না। রক্তে লোহিত রক্তকণিকা বা হিমোগ্লোবিন স্বাভাবিক সংখ্যার চেয়ে কম (এনিমিয়া) হলে অনিয়মিত মাসিক হতে পারে। 


masik or Period

পালসেটিলা ( Pulsatilla )

রোগীনী নম্র, অভিমানী, খোলা বাতাসে থাকতে চায়, তলপেটে ব্যথা, মাথা ঘুরানো, নিয়মিত ঋতুচক্র হয় না, বমি বমি ভাব হলে পালসেটিলা ২০০ শক্তি  দৈনিক তিনবার সেবন করতে হবে।

সিকেলি কর ( ‍Secale Cornutum )

রোগীনীর অত্যন্ত পিপাসা, দ্রুত নাড়ী, হাত পা সমস্ত শরীর ঠান্ডা ও জ্বালাপোড়া, হাত পা ঝিম ঝিম করে, গায়ে কাপড় রোখতে চায় না, নিয়মিত ঋতুচক্র না হলে সিকেলি ৩০ শক্তি দৈনিক দু’বার সেবন করতে হবে।