HLAB27 | ব্যথা | Pain - Homeopathy Insights HLAB27 | ব্যথা | Pain - Homeopathy Insights

সর্বশেষ

HLAB27 | ব্যথা | Pain

HLAB27 জিন রক্তের হোয়াইট ব্লাড সেলের সার্ফেসে থাকে। বাবা মায়ের একজনের HLAB27 পজেটিভ হলে সন্তানের ব্লাডে HLAB27 থাকতে পারে। HLAB27 শরীরের ইমিউনিটি সিস্টেম দুর্বল করে। HLAB27 এর কারণে আপনার চোখে বার বার ইনফেকশন, দৃষ্টি শক্তির সমস্যা হতে পারে, যৌ|ন সম|স্যা হতে পারে, পেটের সম|স্যা হতে পারে।  যাদের অনেক দিন ধরে শরীরের বিভিন্ন যায়গায় যেমন পিঠে, কোমরে, কুনুইয়ে, বাহুতে ব্যথা তাদের HLAB27 পজেটিভ হতে পারে।

ইস্কুলাস হিপ (Aesculus Hip)

কোমরে ব্যথা হলে ইস্কুলাস ৩০ শক্তি দৈনিক ৫ ফুটা তিনবার সেবন করতে হবে।      

সিমিসিফিউগা (Cimicifuga)

গর্দানে ব্যথা হলে সিমিসিফিউগা ৩০ শক্তি উপকারী।