আঘাত | Injury - Homeopathy Insights আঘাত | Injury - Homeopathy Insights

সর্বশেষ

আঘাত | Injury

আঘাত বা চোট পেলে হোমিও চিকিৎসা

কোন কাজ করতে গিয়ে বা হঠাৎ কোন দূর্ঘটনায় শরীরে আঘাত লাগলে, আঘাত লাগা স্থানে রক্ত জমাট বাধলে, আঘাত লাগা স্থানে ব্যথা হলে হোমিওপ্যাথিক চিকিৎসা করলেই সেরে যায়। 

আর্ণিকা মন্টেনা ( Arnica Montana) 

রোগী বা রোগীনী বেটে, মোটাসোটা, পরিশ্রম করিলে ব্যথা  বৃদ্ধি পায়, মাথা গরম শরীর ঠান্ডা, আঘাত লেগে কালচে দাগ হলে আর্ণিকা ৩০ শক্তি দৈনিক তিনবার সেবন করতে হবে।

হাইপেরিকাম ( Hypericum P.)

রোগী বা রোগীনী লেখার সময় শব্দ ভূল করে, ভূত দেখে, শেষ রাতে অসংলগ্ন কথার্বাতা  বলে, শরীরের কোন স্থানে আঘাত লাগার কারনে সেই স্থানের স্নায়ু  আহত হলে হাইপেরিকাম উপকারী।