মহিলাদের চুল পড়া | Female Hair Fall - Homeopathy Insights মহিলাদের চুল পড়া | Female Hair Fall - Homeopathy Insights

সর্বশেষ

মহিলাদের চুল পড়া | Female Hair Fall

স্বাভাবিক নিয়মেই বয়স বেশি হলে চুল পড়ে কিন্তু কম বয়সে চুল পড়লে তার চিকিৎসা করাতে হবে। মানসিক সমস্যার কারনে অনেক সময় চুল পড়ে, ঘুমের সমস্যা হলে চুল পড়ে, শরীরে ভিটামিনের অভাব দেখা দিলে অনেক বেশি চুল পড়ে,  জেনেটিক সমস্যার কারণেও চুল পড়ে।


HairFalljpg



লাইকোপোডিয়াম (Lycopodium)

কম বয়সে চুল সাদা হচ্ছে, চুল হালকা হয়, চুল দূর্বল, মাথায় হাত দিলেই চুল আসে, মাথার অনেক জায়গায় প্রায় সব চুল পড়ে গেছে, মাথায় চুলকানি হলে লাইকোপোডিয়া ৩০ শক্তি দৈনিক তিনবার সেবন করতে হবে।

সিপিয়া (Sepia)

রোগীনীর শরীর অবসন্ন হয়, হরমোনের সমস্যা আছে, অনেক ঘাম হয়, পেট সবসময় খালি খালি বোধ, সংসারে মনোযোগ থাকেনা,মাইগ্রেন আছে, অল্প বয়সেই চুল পড়লে, নিয়মিত মাসিক না হলে সিপিয়া ৩০ শক্তি দৈনিক দু’বার সেবন করতে হবে।

ন্যাট্রাম মিউরিয়েটিকাম (Natrum Mur)

দূর্বল, এনিমিয়া বা রক্তস্বল্পতা আছে, চুল হালকা হয়, হাত দিলেই চুল আসলে ন্যাট্রাম মিউর ৩০ শক্তি  দৈনিক তিনবার সেবন করতে হবে  

আর্নিকা মন্ট মাদার টিংচার (Arnica mont. Mother Tincture Q)  

ঔষধ সেবনের পাশাপাশি খাঁটি নারিকেল তেলের সাথে ১৫ মিলি পরিমান আর্নিকা মন্ট মাদার টিংচার মিশিয়ে মাথায় ব্যবহার করতে হবে।