দাড়ি গজানো | Grow beard - Homeopathy Insights দাড়ি গজানো | Grow beard - Homeopathy Insights

সর্বশেষ

দাড়ি গজানো | Grow beard

দাড়ি গোঁফ গজানো বা ঘনত্ব বাড়াতে হোমিওপ্যাথি চিকিৎসা


beardgrow

ছেলেদের বয়স ১৫- ১৬ হলেই দাড়ি গজানো শুরু হয়। শরীরের সব কিছু ঠিকঠাক থাকলে ২১-২২ বছর বয়সের মধ্যেই দাড়িতে গাল ভরে যায়। বয়স বাড়ার সাথে সাথে দাড়ি ঘন হতে থাকে। ১৫ বছর বয়স হলে ছেলেদের শরীরে টেস্টোস্টেরন নামক হরমোন তৈরি হতে থাকে। টেস্টোস্টেরন হরমোনের কারণে ছেলেদের শরীরের বিভিন্ন জায়গায় চুল উঠতে থাকে। যদি  কোন কারণে টেস্টোস্টেরন হরমোন কম তৈরি হতে থাকে তাহলে দাড়ি ও গোঁফের ঘনত্ব কম হয়। বংশগত কারণে দাড়ি-গোঁফের ঘনত্ব কম বা বেশি হতে পারে।

সেলিনিয়াম (Selenium Metallicum)

রোগী গরম কাতর, একটি অঙ্গ বেশী শুকিয়ে যায়, রোদ সহ্য হয় না, শারিরীক দুর্বল, কাজে অত্যন্ত ভুল করে, অতিরিক্ত যৌন ইচ্ছা, অতিরিক্ত হস্ত মৈথুন এবং দাড়ি গোঁফের ঘনত্ব কম হলে সেলিনিয়াম ৩০ শক্তি দৈনিক তিনবার সেবন করতে হবে।

ফসফরাস (Phosphorus)

রোগী খুবই দুর্বল, স্বভাব কোমল, লম্বা, রোগা, সুন্দর চেহারা, তীক্ষ্ণ বুদ্ধি,  কোষ্ঠ্যকাঠিন্য এবং দাড়ি কম গজারে উপযোগী।

রেকওয়েগ আর ১৯ (Reckeweg R19)

হরমোনের পরিমান ঠিক না থাকলে Reckeweg R19 তিনবার সেবন করতে হবে।