ফোড়া | Abscess - Homeopathy Insights ফোড়া | Abscess - Homeopathy Insights

সর্বশেষ

ফোড়া | Abscess

ফোড়া নিরাময়ে হোমিওপ্যাথি

ফোড়া এক ধরনের চর্মরো|গ। ফোড়া সাধারনত হাত, পা, বাহু, পশ্চাৎ অংশে হতে পারে। ফোড়া লাল হয়ে যায় এবং ব্যথা থাকে। ব্যথায় রোগী বা রোগীনীর জ্বরও হতে পারে।


abscessfura

বেলেডোনা (Belladonna)

রোগীর সুন্দর চেহারা, পাতলা চুল, নার্ভা স, নীল চোখ, চুল কাটলে ঠান্ডা লাগে, মুখ চোখ লাল বর্ণ, ঝাকি লাগতে পারে এ জন্য অতি সাবধানে চলে, জোরে হাসে, দাত কুর মুর করে, ফোড়া লাল হয়ে যায় এবং ব্যথা থাকলে বেলেডোনা ৩০ শক্তি তিন বার সেবন করতে হবে।

হিপার সালফিউরিস (Hepar Sulphuris)

রোগী অত্যন্ত শীতকাতর, অনেক ঘাম হয়, পেশী নরম, সহজেই সর্দি  লাগে, টক জাল পছন্দ, দ্রুত কথা বলে, অলপতেই রাগে এবং প্রায়ই ফোড়া ওঠে তাদের জন্য হিপার সালফিউরিস উপযোগী।