টনসিল | Tonsil - Homeopathy Insights টনসিল | Tonsil - Homeopathy Insights

সর্বশেষ

টনসিল | Tonsil

টনসিলাইসি (Tonsillitis) চিকিৎসায় হোমিওপ্যাথি

টনসিলে কোন ধরনের ইনফেকশন হলে টনসিলাইসি বা টনসিলের প্রদাহ হয়। টনসিল আমাদের গলার ভিতরে যে স্থান থেকে জিহ্বা শুরু হয়ে তার ডানে ও বামে গোলাকার পিণ্ডের মত থাকে। নাক ও মুখ দিয়ে কোন ভাইরাস বা ব্যাকটেরিয়া আমাদের শরীরে ঢুকলে করলে টনসিল প্রতিরোধ করার চেষ্টা করে।


tonsilpic


ব্যারাইটা কার্বনিকা (Baryta Carbonica)

রোগী শীতকাতুরে, ঠান্ডা সহ্য করতে পারেনা,  স্মৃতি শক্তি দূর্বল, পড়াশুনায় অমনোযোগী, মুখ হতে লালা পড়ে, গলায় কাটা আছে বলে মনে করে এবং টনসিল সর্বদাই ফুলে থাকলে ব্যারাইটা কার্বনিকা ২০০ শক্তি দৈনিক দু’বার সেবন করতে হবে। 

লাইকোপোডিয়াম (Lycopodium)

রোগী শীতকাতর বা গরমকাতর, মানসিকভাবে সবল, প্রখর বুদ্ধি, নিঃসঙ্গতা প্রিয়,গায়ের চামড়া শুষ্ক, কৃপন, যৌনিপথ শুষ্ক, যৌ|ন দুর্বলতা এবং  ডান দিকের টনসিলে ইনফেকশন হলে লাইকোপোডিয়াম  ৩০ শক্তি দৈনিক তিনবার সেবন করতে হবে।      

ল্যাকেসিস (Lachesis)

রোগী গরমকাতর বা শীতকাতর, বাচাল, সন্দেহবাতিক, রোগা, সাপের স্বপ্ন দেখে, ঘরের বাইরে থাকতে চায়, ঈর্ষাপরায়ন এবং বাম দিকের টনসিলে ইনফেকশন হলে ল্যাকেসিস ৩০ শক্তি দৈনিক তিনবার সেবন করতে হবে।