হাড় ভাঙ্গা | Bone breaking - Homeopathy Insights হাড় ভাঙ্গা | Bone breaking - Homeopathy Insights

সর্বশেষ

হাড় ভাঙ্গা | Bone breaking

ভাঙ্গা হাড় জোড়া লাগাতে হোমিও চিকিৎসা

কোন কিছুতে আঘাত লেগে বা কোন দূঘটনায় হাড় যদি ভেঙ্গে যায় বা ফেটে যায় তবে ভাঙ্গা হাড় ঠিক জায়গায় বসিয়ে নিয়মিত ঔষধ সেবন করলে ভাঙ্গা হাড় জোড়া লেগে যায়।

Hand Bone Breaking

সিম্ফাইটম অফ ( Symphytum Off  )

আহত রোগী বা  রোগীনীর মুখ ও চেহাড়া লাল বর্ণ দেখায়, শরীর সব সময়ই শীত ও ঠান্ডা অনুভব করে, নড়া চড়ায় যন্ত্রা বৃদ্ধি পায়, কোন স্থানের  হাড় যদি ভেঙ্গে যায় তবে সিম্ফাইটম ২০০ শক্তি ২ ফোঁটা দৈনিক একবার সেবন করতে হবে। 

লিডম ( Ledum Palustre )

রোগী বা  রোগীনীর মদ পানে স্বাস্থ্য নষ্ট  হয়েছে, শরীরের তাপ হ্রাস, রাত্রিতে  বিছানার গরমে যন্ত্রণার বৃদ্ধি হয়, পা একটুতেই মচকায়, কোন স্থানের হাড় ভেঙ্গে অনেকদিন পর্যন্ত জোড়া না লেগে থাকলে লিডম ২০০ শক্তি উপকারী।